1. rebnalhost@gmail.com : admin : Camellia Open Sky School
  2. fardinahmmedsami@gmail.com : Fardin Sami :

‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ মডেলে বীরগঞ্জে চা বোর্ডের প্রশিক্ষণ

উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন নর্দান বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকের দোরগোড়ায় চা সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে ঝলঝলি গ্রামে সোমবার ২৬ অক্টোবর ক্ষুদ্র চা চাষিদের জন্য “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” মডেলে “চা আবাদিতে পাতা চয়ন ও পোকামাকড় দমন” বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

“ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর পরিচালক মো. আওয়াল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ের সহকারী খামার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছায়েদুল হক।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ও নর্দান বাংলাদেশ বাংলাদেশ প্রকল্পের পরামর্শক ড. মাইনউদ্দীন আহমেদ। পলাশবাড়ী ইউনিয়নের “ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড” এর সভাপতি ও দিনাজপুর জেলার চা চাষি মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা ক্ষুদ্র চা চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৬৪ জন ক্ষুদ্র সফল ও আগ্রহী চা চাষি অংশগ্রহণ করেন। কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চা চাষিরা সময়মত সঠিক পদ্ধতিতে গুণগতমান সম্পন্ন পাতা চয়ন ও পোকামাকড় দমন করতে সক্ষম হবে। ফলে উত্তরবঙ্গের ক্ষুদ্র পর্যায়েচা চাষের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

চা বোর্ড সূত্রে জানা যায়, কৃষকের দোরগোড়ায় চা সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” মডেলে বাংলাদেশ চা বোর্ডের এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ মডেলে বীরগঞ্জে চা বোর্ডের প্রশিক্ষণ

Copyright © 2022 btbckaschool.com
Developed by Rebnal Global Limited