পঞ্চগড়ে জুম অ্যাপের মাধ্যমে ছয় জেলার চাচাষিদের নিয়ে ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে চাপাতা চয়ন পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ড বাস্তবায়নাধীন ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ’ প্রকল্পের আওতায় সোমবার পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটের ক্ষুদ্র চাচাষিদের দক্ষতা বৃদ্ধির জন্য ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ এর ব্যানারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুনের সঞ্চালনায় কর্মশালায় মূল রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ।