পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে সাড়া ফেলেছে তেঁতুলিয়া উপজেলার ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’। ২০২০ সালের ২০ অক্টোবর এই স্কুলটির যাত্রা। স্কুলের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী) এ পর্যন্ত ৪৬টি হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জন ক্ষুদ্র চা চাষির অংশ নেন। উন্নত চা পেতে এবং দক্ষ চা চাষি তৈরি করতে প্রতি মাসেই এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে চা বোর্ড।
সর্বশেষ কর্মশালায় চায়ের জাত নির্বাচন, চারা রোপণ, প্লাকিং, টিপিং, প্রুনিং, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমনের ওপর বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা শেষে ক্ষুদ্রায়তন চা বাগানে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। হাতের মুঠোয় সহজে সেবা পেতে চাষিদের ‘দুটি পাতা একটি কুঁড়ি’ মোবাইল অ্যাপ ব্যবহারও শিখানো হয়।
কর্মশালার রিসোর্স পারসনগণ তাদের বক্তব্যে উত্তরাঞ্চলের চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চায়ের গুণগতমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
স্থানীয় বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আমির হোসেন ও সহকারী খামার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছায়েদুল হক।
এছাড়া, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল নিয়ে www.btbckaschool.com নামে স্বতন্ত্র একটি ওয়েবসাইটও চালু করেছে বাংলাদেশ চা বোর্ড। এতে সমতলে ক্ষুদ্র চা চাষিগণ ভীষণ উপকৃত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।