বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ক্ষুদ্র চা চাষিদের নিয়ে “উন্নত জ্ঞান উন্নত চা” শ্লোগানকে সামনে রেখে “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” এর ব্যানারে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক “বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালার অনু্ষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ৫৫ জন ক্ষুদ্র চা চাষি অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) কৃষিবিদ ড. মোহাম্মদ শামীম আল মামুন, উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আমির হোসেন ও সহকারী খামার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ছায়েদুল হক, ঊর্ধ্বতন খামার সহকারী মোঃ জায়েদ ইমাম সিদ্দিকী।
দিনব্যাপি কর্মশালায় বক্তাগণ চায়ের জাত নির্বাচন, চারা রোপন, প্লাকিং, টিপিং, প্রুনিং, সার প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমনের ওপর বৈজ্ঞানিক পদ্ধতিতে চা আবাদী ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও কর্মশালা শেষে নিকটস্থ ক্ষুদ্রায়তন চা বাগানে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে সহজে চা তথ্য ও প্রযুক্তি সেবা পেতে চাষিদের ‘দুটি পাতা একটি কুঁড়ি’ মোবাইল অ্যাপ ব্যবহারও শিখানো হয়। কর্মশালার রিসোর্স পারসনগণ তাঁদের বক্তব্যে উত্তরাঞ্চলের চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চায়ের গুণগতমান উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।