1. rebnalhost@gmail.com : admin : Camellia Open Sky School
  2. fardinahmmedsami@gmail.com : Fardin Sami :

বান্দরবানে ক্ষুদ্র চা চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকের দোরগোড়ায় চা সংক্রান্ত সেবা পৌছে দেয়ার লক্ষে বান্দরবানে জেলার বান্দরবান সদর উপজেলার হ্লাপাইমুখ পাড়ায় ৪ নভেম্বর বুধবার সকালে ক্ষুদ্র চা চাষীদের জন্য “চা চয়ন, চা গাছ ছাঁটাই, পোকামাকড় ও রোগবালাই দমন এবং বিভিন্ন আন্তঃপরিচর্যা” বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি নতুন একটি আইটেম “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” ফরমেটে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চা বোর্ড এর সিএইচটি প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন পরিকল্পনা কর্মকর্তা ও বান্দরবান এর প্রকল্প পরিচালক সুৃমন শিকদার, প্রকল্পের রুমা কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো ইমরান হোসেন। কোষাধ্যক্ষ মো: নজরুল ইসলাম, মাঠ সহকারী মো: সাব্বির মেহদী জয়, মো: জাহেদ হোসেন প্রমুখ। বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে কৃষকদের চা বাগানে হাতে কলমে চা চয়ন পদ্ধতি, চা গাছ ছাঁটাই, পোকামাকড় ও রোগবালাই দমন এবং বিভিন্ন আন্তপরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান কর হয়। প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলার ২৫ জন ক্ষুদ্র চা চাষী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চা চাষীরা সময়ত সঠিক পদ্ধতিতে গুনগত মান সম্পন্না পাতা চয়ন, প্রুনিং ও পোকামাকড় দমন করতে সক্ষম হবে।

https://presstv24.com/archives/37085

Copyright © 2022 btbckaschool.com
Developed by Rebnal Global Limited