মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি
চেয়ারম্যান
বাংলাদেশ চা বোর্ড।
মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি গত ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন স্টাফ অফিসার হিসেবে ব্যানব্যাট-১/১৪ এর এ্যাডজুটেন্ট, ৬৫ পদাতিক ব্রিগেড এর ব্রিগেড মেজর, ৫৬ ই বেংগল এর উপ- অধিনায়ক ও অধিনায়ক এবং সেনাসদর, এম এস শাখায় সহকারী এমএস এর দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ইস্ট বেংগল রেজিমেন্ট প্রশিক্ষণ ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড এবং সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড এর কমান্ডার, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এর পরিচালক, আর্মি সিকিউরিটি ইউনিট ও স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর কমান্ড্যান্ট এবং সদর দপ্তর লজিষ্টিক এরিয়া ও সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস্ এর প্রশিক্ষক শ্রেণি-বি এবং বাংলাদেশ মিলিটারী একাডেমিতে প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর থেকে কৃতিত্বের সাথে এনডিসি সম্পন্ন করেন তিনি। বৈদেশিক প্রশিক্ষণের মধ্যে মালয়েশিয়া হতে কোম্পানী কমান্ডার রণকৌশল কোর্স, আর্মস ফোর্সেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, সৌদি আরব হতে গ্রাজুয়েশন, কানাডিয়ান ফোর্সেস কলেজ হতে কানাডিয়ান সিকিউরিটি প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ইনটেলিজেন্স কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
তিনি সফলতার সাথে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে ব্যানব্যাট-৭ এর সাথে ইরাক ও কুয়েত এবং ব্যানব্যাট-১/১৪ এর সাথে আইভরিকোস্ট এ প্লানিং অফিসার হিসেবে জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্কে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সেনবাহিনীর বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ সেনা উৎকর্ষ পদকে ভূষিত হন।